ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জগন্নাথপুরে বিএনপির প্রার্থী জয়ী

প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৭ মার্চ ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান। তিনি ধানের শীষ প্রতীকে ২৯ হাজার ৯১৪টি ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১৯৮টি ভোট।

জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন,বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমানকে  বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ৮০৭ জন।

মোট  ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হলেও এ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
রাজু আহমেদ রমজান/আরএআর/পিআর