ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জ সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ

প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৭ মার্চ ২০১৭

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আটটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের হালাবদী ও তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তের জামবাগ এলাকা থেকে পৃথক অভিযানে  গরুগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, ভারতীয় এসব গরুর মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় গরুগুলো জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য  যেকোনো অপতৎপরতা রোধে বিজিবি বদ্ধ পরিকর বলেও তিনি জানান।
 
রাজু আহমেদ রমজান/আরএআর/পিআর