ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেলা প্রশাসকের ব্যতিক্রমী নববর্ষের শুভেচ্ছা

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১১ এপ্রিল ২০১৫

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪২২ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও সহায়তা প্রদান করেছেন।

শনিবার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০জন মুক্তিযোদ্ধার পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন সহায়তা সামগ্রী তুলে দেয়া হয়।

প্রতি মুক্তিযোদ্ধা পরিবারের জন্য একটি লুঙ্গি, একটি শাড়ি, একটি গামছা, ৩০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল,  ২ কেজি চিনি, ২ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ ও  ২ কেজি আলু বিতরণ করা হয়।

সহায়তা পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শ্রীমতি আরতি বলেন, এভাবে নববর্ষের শুভেচ্ছা দিতে জেলা প্রশাসক বাসায় আসবে ভাবতেও পারিনি। পরিবারের প্রধান না থাকায় খুব কষ্ট করে সংসার চালাতে হয়। এমন সময় সহায়তা করার জন্য জেলা প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান তিনি।

জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে ভিন্নধর্মী কাজ করার সিদ্ধান্ত নিয়েছি । তারই  ধারবাহিকতায় আজ মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা প্রদান করেছি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাওগাতুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. রশিদ, ডেপুটি কমান্ডার আ. মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, মুক্তিযোদ্ধা সামসুল আলাম প্রমূখ।

এসএস/এআরএস/এমএস