ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৭ মার্চ ২০১৭

পটুয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান পরিচালনা করে খাবার হোটেল ও মাংসের দোকান, মৎস্য দোকানসহ সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অফিসের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে শহরের নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় চিংড়ি মাছে জেলি মিশানোর অপরাধে মো. রফিকুল ইসলাম মায়ের দোয়া মৎস্য ভান্ডারকে ৫ হাজার টাকা, চিংড়ি মাছে জেলি মিশানোর অপরাধে জব্বার ফকিরের মাছের দোকানকে ১ হাজার টাকা, ওজনে কম দেয়ার অপরাধে সেলিম মিয়ার মাংসের দোকানকে ৩ হাজার টাকা, ওজনে কম দেয়ার অপরাধে মোসলেম তালুকদারের মাংসের দোকানকে ৩ হাজার টাকা, ওজনে কম দেয়ার অপরাধে হরি চান দাসের দধি ঘরকে ৩ হাজার, ওজনে কম দেয়ার অপরাধে চানু দাসের বনফুল সুইটসকে ১০ হাজার টাকা, ওজনে কম দেয়ার অপরাধে ফারুক সুইটসকে ৩ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আল আমিন জানান, সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস