ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারও আখাউড়া দিয়ে ভারতে গেল চাল

প্রকাশিত: ১১:০২ এএম, ১১ এপ্রিল ২০১৫

মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ছাড়াই আগরতলায় যাচ্ছে ভারতীয় ৯৬৭ মেট্রিক টন চাল। শনিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে তৃতীয় দফার দ্বিতীয় চালান গেল ভারতে। প্রায় ৩৯৩ মেট্রিক টন চাল নিয়ে ২২টি কাভার্ডভ্যান আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা সরকারি খাদ্য গুদামে পৌঁছেছে।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, দুপুরে কাস্টমস’র আনুষাঙ্গিক কাজ শেষে চাল বোঝাই ২২টি কাভার্ডভ্যান আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা পৌঁছেছে।

তিনি আরও বলেন, দু`দেশের মধ্যকার বিদ্যমান নৌ-প্রটোকল চুক্তির আওতায় মানবিক কারণে বিনা শুল্কে বাংলাদেশ সরকার ভারত সরকারকে বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে আগরতলায় চাল পরিবহনের অনুমতি দিয়েছে। তবে এ চাল পরিবহনের জন্য কোনো প্রকার  শুল্ক বা মাশুল নেয়া না হলেও প্রতি মেট্রিক টন চালের জন্য ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ ও নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নেয়া হচ্ছে বলে জানান কাস্টমস`র এই কর্মকর্তা।

এর আগে গত বুধবার রাতে ভারতীয় ৯৬৭ মেট্রিক টন চাল নিয়ে কলকাতার হারবার পোর্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌ-বন্দরে এসে পৌঁছায় এমভি সান মেরিনো জাহাজ।

উল্লে­খ্য, নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিনা শুল্কে ভারত সরকার বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে চাল পরিবহনের অনুমতি চাইলে সরকার বাংলাদেশের ৪শ কিলোমিটার নৌপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ আন্তর্জাতিক নৌ-বন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে চাল পরিবহনের অনুমতি দেয়।

ইতোমধ্যে চুক্তি অনুযায়ী ৩৫ হাজার মেট্রিক টন চালের মধ্যে দুই দফায় ১০ হাজার মেট্রিক টন চাল আগরতলায় পৌঁছেছে। এবার চুক্তির বাকি ২৫ হাজার মেট্রিক টন চাল পরিবহনের প্রক্রিয়া চলছে।

এমজেড/এমএএস/আরআইপি