কেন্দুয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফুলে আহম্মেদের (৪৫) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত ফুলে আহম্মেদকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে কেন্দুয়ার মোজাফরপুর বানিয়াগাতী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে ফুলে আহম্মেদ ও প্রতিবেশী আবুল কালামের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় মোজাফরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ফুলে আহম্মেদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলাকারীরা দা দিয়ে কুপিয়ে ফুলে আহম্মেদের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বেপারীর মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, এখনো মামলা হয়নি। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রুপা মিয়া ও মানিক মিয়া নামে দুই যুবকে আটক করেছে।
কামাল হোসাইন/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ