ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি বিকাশে একাডেমি
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সবকিছু নির্ভর করছে চাহিদার উপর। যেখানে চাহিদা রয়েছে সেখানে সাংস্কৃতিক একাডেমি ভবন নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকশিত হোক এ লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে।
বুধবার বেলা সাড়ে ১০টায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি’ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় ৫ কোটি ৬০ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি’ নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহিদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধূরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন, গণপূর্ত নির্বাহী প্রকোশলী বাকী উল্লাহ, আদিবাসী নেতা নরেন পাহান, জোতিন টপ্পসহ ক্ষুদ্রনৃগোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন তাদের কালচার তুলে ধরে নৃত্য পরিবেশন করে।
আব্বাস আলী/এফএ/এমএস