ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়ের অনুষ্ঠানে যুবলীগের গোলাগুলি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০১৫

কুমিল্লার তিতাসে বিয়ের অনুষ্ঠানে এমপি ও ওসির উপস্থিতিতে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তিতাস উপজেলার মজিদপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী হালিম মিয়ার মেয়ের বিয়েতে ওই ঘটনা ঘটে।

 উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা সোহেল সিকদার ও যুবলীগ নেতা মনির হোসেন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মজিদপুর গ্রামে স্বর্ণ ব্যবসায়ী হালিম মিয়ার বাড়িতে তার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য মো. আমির হোসেন ভুইয়া, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আবদুল হান্নান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খাওয়া শুরু হওয়ার পর দু`পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এসময় লন্ডন প্রবাসী মো. ইয়াসিন আলীর পায়ে একটি গুলি লাগে। আগত অতিথিরা খাওয়া শেষ না করেই ছুটাছুটি করতে থাকে।

এ ব্যাপারে তিতাস উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল সিকদার বলেন, মনির হোসেনের লোকজন আমাকে লক্ষ্য করে গুলি করে। অল্পের জন্য আমার শরীরে লাগেনি। আমার এক প্রবাসী বন্ধু ইয়াসিনের পায়ে বিদ্ধ হয়েছে।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আবদুল হান্নান বলেন, বিয়ের অনুষ্ঠানে হঠাৎ শব্দ শুনে প্রথমে মনে করছিলাম পটকা ফুটানো হচ্ছে, পরে দেখি গুলির শব্দ শুনে লোকজন ছুটাছুটি করছে। এ ঘটনায় এলাকায় উভয়গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এমএএস/আরআইপি