ফাঁদ পেতে হত্যার পর ডাকাত বলে প্রচার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এনামুলক হক (৪৫) ও ইয়াছিন মিয়া (৪০) নামে দুই ব্যক্তিকে ফাঁদ পেতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মোটরসাইকেল চুরির ঘটনা মিমাংসা করার জন্য ডেকে নিয়ে গিয়ে তাদের দুজনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় এড়াতে ঘটনার পর ডাকাতি করতে গিয়ে তারা গণপিটুনিতে নিহত হয়েছেন বলে প্রচার করা হয় বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরাই পুলিশকে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন বলেও খবর দেন। নিহত এনামুলের বিরুদ্ধে পূর্বের ডাকাতির অভিযোগসহ বিভিন্ন মামলা থাকায় পুলিশও ঘটনাটিকে ডাকাতি বলেই আমলে নেয়।
তবে নিহত এনামুলের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়া ও তার আত্মীয় একই গ্রামের কামালের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার করা হয়েছে। তাদের নেতৃত্বেই গত ১ মার্চ সন্ধ্যায় হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, নিহত এনামুল হক ও ইয়াছিন মিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সেন্টু মিয়া তার বাড়িতে ডাকাতি করতে যাওয়ার অভিযোগ আনেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত এনামুল হক নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাবাদ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ইয়াছিন (৪০) একই উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। এনামুল গত ইউপি নির্বাচনে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন।
প্রাথমিকভাবে এনামুল ও ইয়াছিনসহ আরও কয়েকজন জগন্নাথপুর গ্রামের সেন্টু মেম্বারের বাড়িতে ডাকাতির জন্য হানা দেয় বলে খবর ছড়িয়ে পড়ে। পরে সেন্টু মেম্বারের বাড়িতেই গণপিটুনিতে নিহত হন এনামুল ও ইয়াছিন। ঘটনাটি ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়।
নিহত এনামুলের স্ত্রী তাসলিমা বগেম অভিযোগ, হত্যাকাণ্ডের ১৮/২০ দিন আগে তার স্বামীর মোটরসাইকেলটি বাড়ির সামনে থেকে চুরি হয়। সেটি কামাল ও তার বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে বিক্রি করে দেন। এ ঘটনা জানার পর কামাল, তার ভাই ও তাদের সহযোগীদের সঙ্গে এনামুলের হাতাহাতির ঘটনা ঘটে।
মোটরসাইকেল চুরির অভিযোগে কামালের ভাই আবু সাঈদকে ধরে নিয়ে আসেন এনামুল ও তার লোকজন। রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদের মধ্যে বিষয়টি মিমাংসার জন্য আলোচনা হয়। তাদের কাছ থেকে মিমাংসার দায়িত্ব নেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সেন্টু মিয়া। এরপরই সেন্টু মিয়ার বাড়িতে ডেকে নিয়ে ১ মার্চ পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদেরকে।
তার অভিযোগ, মোটরসাইকেল চুরি করার বিচার করবে বলে সেখানে তাদেরকে খুন করার ফাঁদ পাতা হয়। তারা সন্ধ্যায় সেন্টুর বাড়িতে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে দা-চাপাতিসহ নানা অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো রসুল্লাবাদ গ্রামে।
ওই গ্রামের ইউপি সদস্য (৬নং ওয়ার্ড) আবদুল কাদির জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুবই অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটানো হয়েছে।
রসুল্লাবাদ গ্রামের বৃদ্ধ আবদুল কাইয়ুম জানান, সেদিন (১ মার্চ) মাগরিব নামাজের পরপরই ওদেরকে (এনামুল ও ইয়াছিন) জগন্নাথপুর গ্রামে যেতে দেখি। এরপরই শুনি তাদের দুজনকে মেরে ফেলা হয়েছে।
এদিকে, সেন্টু মেম্বার তার বাড়িতে ডাকাতি করতে এসে এনামুল ও ইয়াছিন গণপিটুনিতে নিহত হয়েছেন বলে থানায় মামলা দায়ের করলেও ঘটনার পর থেকেই সেন্টু ও কামাল পলাতক রয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) জগন্নাথপুর গ্রামে তাদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।
তবে বাড়িতে থাকা সেন্টুর শ্বাশুড়ি আনোয়ারা বেগম জানান, ডাকাতি করার জন্যেই এনামুল ও ইয়াছিন তাদেও বাড়িতে গিয়েছিলেন। কামালের বাড়িতে গেলেও একই জানান তার স্ত্রী ও পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে জানতে চাইলে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ঘটনার দিন সেন্টু মিয়া আমাদেরকে তার বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর হাতে দুই ডাকাত নিহত হয়েছেন বলে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় এনামুল ও ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
পরে আমরা জানতে পেরেছি মোটরসাইকেল চুরির ঘটনা এর সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের