বাগেরহাটে বিশেষ অভিযানে আটক ৪৩
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।এদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে- বাগেরহাট সদরের ১২ জন, ফকিরহাটের পাঁচজন, মোরেলগঞ্জের চারজন, চিতলমারীর দুইজন, কচুয়ার তিনজন, মোল্লাহাটের চারজন, শরণখোলার দুইজন, রামপালের ছয়জন এবং মোংলা উপজেলার পাঁচজন রয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ৯ মার্চ থেকে আগামী ১০ দিন পুলিশের এই বিশেষ অভিযান চলবে। সন্ত্রাসী, অপরাধীসহ মাদক ব্যবসায়ীদের ধরতে বাগেরহাট জেলা পুলিশ কাজ করছে। ১০ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেরর সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে।
শওকত বাবু/আরএআর/পিআর