ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাঁজাসহ মা-মেয়ে ও ছেলে আটক

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৯ মার্চ ২০১৭

লালমনিরহাটে ৭ কেজি গাঁজাসহ একই পরিবারের মা-মেয়ে ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মা জাহানারা বেগম সুখী (৪৫), মেয়ে রিয়া বেগম (২২) ও ছেলে রনি মিয়া (১৫)। তারা বগুড়ার গাবতলী উপজেলার ফকিরপাড়া শালুকগাড়ি এলাকার মৃত বাদশা মিয়ার স্ত্রী-মেয়ে ও ছেলে।

লালমিনহাট জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম বাজারে দুইটি ব্যাগসহ তাদের তিনজনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে লালমনিরহাটে বেড়াতে আসার কথা বলে গাঁজার ব্যবসা করে আসছিল বলে এলাকাবাসী জানান। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক জানান, লালমনিরহাটকে মাদকমুক্ত করে জিরো টলারেন্সে নিয়ে আসতে পুলিশ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

রবিউল হাসান/এআরএ/জেআইএম