হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
ফরিদপুর শহরের ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কোতয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সূর্য খাতুন (৪৫) নামে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনেরা জানান, সূর্য্য খাতুন গত ৩দিন আগে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি থাকা তার এক স্বজনকে দেখতে আসে। ওই দিনই রাত ৯টার দিকে রোগীর জন্য ওষুধ আনতে নিচে যায়। এরপর থেকেই সূর্য খাতুন নিখোঁজ ছিল। এ ব্যাপারে কোতয়ালি থানায় গতকাল বৃহস্পতিবার তার স্বজনরা একটি জিডি করে।
শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের ২নং লিফটের নিচ থেকে পঁচা গন্ধ বের হলে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের নিচে মরদেহটি দেখতে পায়।
পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, সূর্য্য খাতুনকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হত্যার ব্যাপারে কোনো কিছু জানা নেই বলে জানিয়েছেন।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে। নিহত সূর্য খাতুনের বাড়ি ফরিদপুর শহরতলীর ইশানগোপালপুর ইউনিয়নের বারখাদা গ্রামে।
তরুন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়