ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ২

প্রকাশিত: ০৭:০৮ এএম, ১০ মার্চ ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় হোমিও চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শিউলি আক্তার (৩৫)। তিনি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার থলকাশী গ্রামের আব্দুল আলীমের স্ত্রী এবং পেশায় একজন হোমিও চিকিৎসক।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর থেকে মোটরসাইকেযোগে স্বামীর সঙ্গে ভূয়াপুরের উদ্দেশে রওনা করেন শিউলি আক্তার। পথিমধ্যে মির্জাপুরের গোড়াই মিল গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেরটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিউরী আক্তারের মৃত্যু এবং স্বামী আব্দুল আলীম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, একই দিন দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হন। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারা যান।
 
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, আইনি পক্রিয়া শেষে শিউলী আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম এরশাদ/এফএ/পিআর