ঘাতক ট্রাক কেড়ে নিলো মাছ ব্যবসায়ীর জীবন
প্রতিদিনের মত মাছ কিনতে যাচ্ছিল স্বপন প্রামানিক (২৮)। মুলাডুলি হাট থেকে মাছ কিনে সাইকেলে করে গ্রামে সারাদিন সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে সে। কিন্তু শুক্রবারই ছিল তার জীবনের শেষ দিন।
দাশুড়িয়া-মুলাডুলি সড়কের শেখপাড়া নামক স্থানে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত স্বপনকে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুলাডুলি সৌরভ ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দুই সন্তানের জনক স্বপন প্রামানিকের সংসার চালানোর মত আর কেউ নেই।
এ ব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না