ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসাইলে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৯:১৫ এএম, ১০ মার্চ ২০১৭

টাঙ্গাইলের বাসাইলে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

 পুলিশ জানায়, রাতে উপজেলার বাথুলীসাদী উত্তরপাড়ার মৃত শাহজাহান সিকদারের ছেলে টুইংকেল আহম্মেদ অভিকে (২২) ১০ পিস ইয়াবাসহ কাশিল বটতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। একই রাতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার নাইকানীবাড়ীর মৃত নয়েজ উদ্দিনের ছেলে নুরুল হক (৫০), উপজেলার দেউলী উত্তরপাড়ার জালাল মিয়া (৫৫) ও তার ছেলে মফিজুল ওরফে আব্দুল লতিফকে (৩০) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বাসাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহম্মেদ বলেন, ইয়াবাসহ গ্রেফতার টুইংকেল আহম্মেদ অভিসহ মাদক ব্যবসায়ী হৃদয় (২৫) ও সবুজ (২৬) নামের আরো দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম