ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না : ডিআইজি

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১০ মার্চ ২০১৭

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, মাদক আর জঙ্গি আমাদের দেশ ও জাতিকে কলুষিত করছে, পিছিয়ে যাচ্ছি আমরা। মাদকের ভয়াবহ ছোবলে সমাজে অশান্তিসহ মেধাহীন হয়ে পড়ছে যুব সমাজ। তাই মাদকের সঙ্গে জড়িত কোনো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুলিশ কেউই রেহাই পাবে না।

শুক্রবার বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, বিশ্বায়নের এ যুগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। পুলিশ ও জনতা এক হয়ে মাদক ও জঙ্গিবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান।

‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ স্লোগান নিয়ে সদর থানা পুলিশ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।

সাংবাদিক অসীম চক্রবর্তীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস