মানিকগঞ্জে মাদক বিরোধী ব্রেভার কনসার্ট
‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে ব্রেভার কনসার্ট। শনিবার বিকেল ৩টায় এই কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসনের সহায়তায় মাদক বিরোধী এ কনসার্টের আয়োজন করেছে প্রাণ-এর জনপ্রিয় পানীয় ‘ব্রেভার’। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও জাগো এফএম।
কনসার্টে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন, লুবনা লিমি, মনির, আয়শা মৌসুমিসহ অনেকেই।
আয়োজকরা জানান, কনসার্টের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামের ভেতরেই অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
কনসার্টে ব্রেভার ড্রিংকের বোতলের লেবেল প্রদশর্ন করা হলে প্রবেশাধিকার ফ্রি।
বি.এম খোরশেদ/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’