টাঙ্গাইলে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজিদুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাজিদুর রহমান মন্ডল গ্রুপের একটি নিটিং ফ্যাক্টরির শ্রমিক ও টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নিহত মাজিদুর ও তারা চাচাতো ভাই আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমায় বেড়াতে আসে।
দুপুরে ঘটনাস্থল কাজীপুর মহিলা মাদরাসা এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে ভাল্লুককান্দি সড়কের একটি গতিরোধকে বাধাগ্রস্ত হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মাজিদুর ঘটনাস্থলের সড়কে পড়ে নিহত ও আব্দুল্লাহ আহত হয়।
স্থানীয়রা নিহত মাজিদুর ও আহত আব্দুল্লাহকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য নিহত মাজিদুরের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে