কালিহাতীতে সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতী থেকে বোরহান উদ্দিন রাজিব নামের আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখরুজ্জামান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বোরহান উদ্দিন রাজিবকে গ্রেফতার করা হয়।
রাজিব দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে সাভার, চন্দ্রা ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ছাড়াও নানা ধরনের অপরাধ করে আসছিল।
গ্রেফতার রাজিবের বিরুদ্ধে এক বছরের সাজা ও ওয়ারেন্টসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকার সাধারণ মানুষ।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ২ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৩ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৪ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা
- ৫ নুরের হয়ে কাজ করায় ছাত্রদল নেতাকে হুমকির অভিযোগ মামুনের বিরুদ্ধে