ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে গাড়িচাপায় নারী নিহত

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১১ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাড়িচাপায় শামছুন্নাহার (৩২) নামে নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুন্নার উপজেলার বীরপাশা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার পলিটেকনিক্যাল কলেজের সামনে মহাসড়ক পারাপারের সময় কোনো একটি গাড়ি শামছুন্নাহারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, কোন গাড়ির নিচে ওই নারী চাপা পড়েছেন সেটি জানা যায়নি।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম