হাতীবান্ধায় জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধায় আত্মঘাতী জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য মেহেদী হাসান মিজানকে (২০) গ্রেফতার করেছে জেলা কাউন্টার ট্যারিজম ইউনিট (সিটি)।
শনিবার সন্ধার দিকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার মেহেদী হাসান মিজান উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার জঙ্গি সদস্য মিজানের বিরুদ্ধে গত বছরের ২ আগস্ট হাতীবান্ধা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন খবরের ভিত্তিতে মিজানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিজান আত্মঘাতী জঙ্গি সংগঠনের সদস্য এবং দিনাজপুর জেলার ইসকন ও কান্তজির মন্দিরে বোমা হামলাকারী সহযোগী বলে পুলিশ নিশ্চিত করেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, জঙ্গি সংগঠনের অন্যতম সদস্য গ্রেফতার মিজানকে রাত ৭টার দিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রবিউল হাসান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা