বৃষ্টিতে কাদায় দুর্ভোগে সাতক্ষীরাবাসী
রোদে ধুলা আর বৃষ্টিতে কাদায় চরম দুর্ভোগে পড়েছেন সাতক্ষীরার বাসিন্দারা। সাতক্ষীরা-যশোর, শ্যামনগর-কালিগঞ্জ, দেবহাটা-আশাশুনিসহ জেলার সকল গুরুত্বপূর্ণ সড়কের এখন বেহাল দশা। খানাখন্দ আর পিচ উঠে ধুলার সৃষ্টি হয়েছে সবখানেই।
শহরের মধ্যে প্রত্যেকটি অলিগলির অবস্থাও একই। রোদে ধুলায় পূর্ণ আর বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো কাদায় পরিণত হয়েছে। শুক্রবার ও শনিবার সন্ধ্যায় হালকা বৃষ্টিতে কাদায় দুর্ভোগ বেড়েছে মানুষের।
শহরের পোস্ট অফিস মোড় এলাকার পথচারী আলতাফ হোসেন বাবু জাগো নিউজকে বলেন, দুর্ভোগের শেষ নেই সাতক্ষীরার মানুষের। সাতক্ষীরার রাস্তাঘাট সংস্কারের দায়িত্ব যাদের ওপর তারা তা করে না।
রোদে ধুলা আর বৃষ্টিতে কাদা সাতক্ষীরার মানুষের সঙ্গী জানিয়ে শহরের সংগীতা মোড় এলাকার আবুল কালাম আজদ সুজন বলেন, আমাদের দুর্ভোগ দেখার মানুষ নেই। শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে রাস্তাঘাটে চলাচল করার মতো নেই। সকল পাকা রাস্তায় এখন কাদা।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুজাম্মদ মনজুরুল করিম জাগো নিউজকে বলেন, জেলার সড়ক বিভাগের আওতায় ২৭২ কিলোমিটার সড়কের অধিকাংশ রাস্তাই ক্ষতিগ্রস্ত। এসব রাস্তা সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম