ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্যান্সার আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০৭:১৫ এএম, ১২ মার্চ ২০১৭

মাদারীপুরের কালকিনিতে শেফালী বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকালে উপজেলার কাজীবাকাই উত্তর ভাউতলী গ্রামে এ ঘটনা ঘটে।
 
শেফালী বেগম একই এলাকার সুরফান সরদারের স্ত্রী।
 
স্থানীয়রা জানান, শেফালী বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও ভালো না হওয়ায় নিজের ওপর ক্ষুদ্ধ হয়ে তিনি বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
 
এ বিষয়ে ডাসার থানা পুলিশের এসআই আব্বাস হোসেন জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএআর/পিআর