ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাচাতো ভাইকে হত্যার চেষ্টা, যুবক আটক

প্রকাশিত: ০৮:০৩ এএম, ১২ মার্চ ২০১৭

কিশোরগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. আবু সাঈদ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তি কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার আবু সাঈদের চাচাতো ভাই উত্তর রাজকুন্তি কুটিপাড়া গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে মাসুদকে (২২) একটি রক্তমাখা ছুরিসহ আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদের এক বোন প্রেম করে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তার চাচাতো ভাই আবু সাঈদকে দোষারোপ করে মাসুদ। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে মাসুদ বৌলাই বাজারের কাছে সৈয়দ হাবিবুল বাশার উচ্চ বিদ্যালয়ের পেছনে আবু সাঈদকে ছুরিকাঘাত করে।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবণতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর অভিযান চালিয়ে রক্তমাখা ছুরিসহ মাসুদকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

নূর মোহাম্মদ/আরএআর/পিআর