আশুগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে বিজয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার মেঘনা নদী থেকে ওই কিাশোরের মরদেহ উদ্ধার করা হয়।
বিজয় উপজেলার চর চরাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের হাসপাতাল রোডে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে নামে বিজয় ও তার বন্ধু রাজিব এবং শাহ আলী। হঠাৎ পানির স্রোত বেড়ে গেলে তারা তিনজনই স্রোতের তোড়ে ভেসে যায়। এসময় তাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা রাজিব ও শাহ আলীকে উদ্ধার করলেও বিজয় স্রোতে ভেসে মেঘনা নদীতে গিয়ে ডুবে যায়। এরপর বিকেল ৪টার দিকে স্থানীয় ডুবুরিরা বিজয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪