ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : চেয়ারম্যানসহ আটক ১৭

প্রকাশিত: ১২:১২ পিএম, ১২ মার্চ ২০১৭

সাতক্ষীরা শ্যামনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

রোববার বেলা ৪টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমসহ ১৭ জনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ও বর্তমান চেয়ানম্যান আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ওসি।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি