সুন্দরগঞ্জে আ.লীগ প্রার্থী মোস্তফার জরিমানা
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এ জরিমানা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম জানান, আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের নির্বাচনী পোস্টারে মুদ্রণ তারিখ উল্লেখ না করায় এই জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এমপি মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। গত ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২২ মার্চ এখানে ভোট গ্রহণ হবে।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি