ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বিএনপির কোনও সভায় বোমা হামলা হয় না’

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১২ মার্চ ২০১৭

বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত বেশি। আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়, বিএনপির কোনো সভায় বোমা হামলা হয় না। আওয়ামী লীগের এমপিসহ নেতাকর্মীদের হত্যা করা হয়, বিএনপির কোনো নেতা এবং এমপিকে হত্যা করা হয় না।

রোববার বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা যুবলীগের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৪ মার্চ লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন ও বায়োজিদ ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, পৌরসভার মেয়র আবু তাহের ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

কাজল কায়েস/এআরএ/জেআইএম