সুন্দরবনে ৪ জলদস্যু আটক
প্রতীকী ছবি
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বরী খাল এলাকায় র্যাব-৬ এর অভিযানে জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ চারজনকে আটক করা হয়েছে।
রোববার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান জিয়া (৩৭), ইউনুচ আলি পঁচা (২৪), মিন্টু গাজী (৩২) ও মাসুম বিল্লাহ (২৫)।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে দস্যু বাহিনীর প্রধান জিয়া ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি