মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে ট্রেনে কাটা পড়ে এরশাদ মৃধা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে তিনি মারা যান। নিহত এরশাদ মৃধা গোড়াইল গ্রামের তাজিবর মৃধার ছেলে।
এলাকাবাসী জানান, ভোরে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় এলাকাবাসী গিয়ে তার মরদেহ সনাক্ত করেন। মরদেহটি তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন বলে জানা গেছে।
এস এম এরশাদ/এফএ/জেআইএম