রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার বন্ধে প্রচারাভিযান
বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতীকের অপব্যবহার বন্ধের জন্য সিরাজগঞ্জে প্রচারাভিযান শুরু হয়েছে।
দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ শাখা কার্যালয়ে জেলা পর্যায়ে পোস্টারিং, লিফলেট, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীক সম্পর্কিত বুকলেট ও প্রতীক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান কার্যক্রম উদ্বোধন করেন আইসিআরসির কমিউনিকেশন ডেলিগেট মিসবা সাইফ।
রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ শাখার এক্সকিউটিভ কমিটির সদস্য মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিডিআরসিএসর সহকারী পরিচালক এনায়েতুলাহ একরাম পলাশ, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা তমা, সিরাজগঞ্জ শাখার ইউএলও মো. রবিউল আলম ও সাবেক ইউনিট স্টাফ অফিসার মো. তাজুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অসচেতনতা ও অজ্ঞতার কারণে দেশের বিভিন্ন হাসপাতাল, ফার্মেসি, চিকিৎসকের চেম্বার, অ্যাম্বুলেন্স ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৮০ ভাগ মানুষ এখনো রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের মর্যাদা সুরক্ষার জন্য ও যত্রতত্র অপব্যবহার বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহযোগিতায় ২০১০ সাল থেকে দেশব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। ইতোমধ্যে ৪৫টি জেলা ও উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে এ প্রচারাভিযান জোরদার করতে দেশব্যাপী ডোর টু ডোর ক্যাম্পেইন কার্যক্রম শুরু করা হয়েছে এবং প্রতীক সংরক্ষণ প্রচারাভিযানের জন্য দেশের ৪৫টি জেলা সদরসহ এর আওতাধীন ৩২০টি উপজেলার তৃণমূল পর্যায়ে এই ক্যাম্পেইন পরিচালনার জন্য ৯৬৬জন স্বেচ্ছাসেবককে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এদের মধ্যে ২২ জন স্বেচ্ছাসেবক সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর