ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৩ মার্চ ২০১৭

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামীর ওপর অভিমান করে বিষ পানে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে রাঙ্গাবালী ইউনিয়নের মাঝ নেতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা গেছে, মোর্শেদা শারীরিক অসুস্থতার কারণে রোববার রাতে তার স্বামী আইয়ুব হাওলাদারকে ওষুধ আনতে বললেও তিনি তা না আনায় অভিমান করেন তিনি। পরে সোমবার সকাল ৬টায়  মোর্শেদা নিজ ঘরে বিষ পান করে আত্মহত্যা করেন।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, অভাব-অনটনের কারণে স্বামী ওষুধ না আনায় অভিমান করে মোর্শেদা বিষ পান করে আত্মহত্যা করেছেন। আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/আরআইপি