ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:০৩ এএম, ১৩ মার্চ ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা এলাকায়  ট্রাকের চাপায় আব্দুল মজিদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তার ছেলে মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল মজিদ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, আব্দুল মজিদ ও তার ছেলে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে  মোটরসাইকেলযোগে গোমস্তাপুরে বাড়ি যাওয়ার সময় দুপুর দেড়টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় পেছনে বসে থাকা আব্দুল মজিদ ছিটকে রাস্তার মাঝে পড়ে গেলে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। এতে  ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং ছেলে আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর