ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকায় অভিযান চালিয়ে মেরাজ শেখ (৩২) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার সন্ধ্যায় ২৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।  

র‍্যাব-৮ এর ডিএডি মো. দীন ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঝাটকাঠী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী মেরাজ শেখকে (৩২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

এলাকার পৌর কাউন্সিলর মো. হুমায়ূন কবীর শিকদার জাগো নিউজকে জানান, আলতাফ শেখের পুত্র মেরাজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। স্থানীয় যুবক ও কিশোরদের সে মাদকাসক্ত করছে। তাকে গ্রেফতারে এলাকার সাধারণ মানুষ খুশি হয়েছেন।  

এমজেড/একে/আরআইপি