ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর মিললো শ্রমিকের মরদেহ

প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ মার্চ ২০১৭

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুদিন পর বজলুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ খবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া এলাকার তামাক চাষের মাঠে বজলুর রহমানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত বজলুর রহমান দৌলতপুর আল্লারদর্গা বিশ্বাস অ্যাগ্রোফুড চাল মিলে সর্দ্দার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

আল-মামুন সাগর/এএম/এমএস