ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির যুগ্ম মহাসচিবের কাণ্ড!

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৩ মার্চ ২০১৭

কবুতর চুরির অভিযোগে এক কিশোরকে ৭ ঘণ্টা বেঁধে রাখলেন বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশিদ।

সোমবার ওই কিশোরকে সদর উপজেলার বাথান বাড়ি থেকে ধরে এনে বিএনপি নেতার বাড়ির গ্রিলের সঙ্গে দুই হাত বেঁধে প্রায় ৭ ঘণ্টা আটকে রাখেন। ওই কিশোরের নাম আলিম (১৩)। সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি বাগান পাড়ার মজিবুর রহমানের ছেলে।

ওই কিশোর জানায়, দক্ষিণ শহরের একটি বাথান বাড়িতে সোমবার সকাল ১১টার দিকে কবুতর ধরার চেষ্টা করছিল। ওই সময় একজন লোক তাকে চড় থাপ্পড় মারে। পরে তাকে ধরে এনে সাবেক এমপির পাঠান পাড়ার বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে তাকে থানায় নিয়ে যায়। থানা থেকে ফিরিয়ে নিয়ে এসে দুপুর ১টার দিকে লোহার গ্রিলের সঙ্গে বেঁধে রাখে।

সাংবাদিকরা বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলিমের হাতের বাঁধ খুলে দেয়। ওই সময় হারুনুর রশিদ বাড়িতে ছিলেন না।

এ বিষয়ে ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলেটি তার বাথান বাড়িতে কবুতর চুরি করতে গিয়েছিল। সেখান থেকে তাকে নিয়ে এসে একজন লোক দিয়ে থানায় পাঠানো হয়। পুলিশ কিশোর অপরাধী বলে ছেলেটিকে নিতে অস্বীকৃতি জানায়। তখন তাকে থানা থেকে ফিরিয়ে নিয়ে এসে বেঁধে রাখা হয়।

দীর্ঘ সময় বেঁধে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বাসায় কেউ নেই। ছেড়ে দিলে সে যদি আবার চুরি করতো। এ কারণে তাকে বেঁধে রাখা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুরে ওই কিশোরকে থানায় নিয়ে আসা হয়। ছেলেটির বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার জন্য বললে ওই লোক অভিযোগ না দিয়ে ছেলেটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেবে বলে থানা থেকে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে ঘটনাস্থলে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) যোবায়ের আহমেদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোহা. আব্দুল­াহ/এএম/এমএস