টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে আমানুল্লাহ্ লিটন (৪০) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আমানুল্লাহ্ লিটন টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, সারাদেশে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সোমবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল বাশারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেএমবি সদস্য আমানুল্লাহ্ লিটনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, আমানুল্লাহ্ লিটন টাঙ্গাইলের তালিকাভুক্ত জেএমবি সদস্য। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকার অপরাধে তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় ২০০৫ সালের দুটি মামলা রয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর