ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীরে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১০:০০ এএম, ১৪ মার্চ ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে নুপুর বেগম (২০) নামে এক গৃহবধূ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার  রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন  তা জানা যায়নি।

নিহত নুপুর বেগম মোড়েলগজ্ঞ উপজেল  উত্তর ফুলহাতা গ্রামের নাছির জমাদ্দারের মেয়ে।

বহরবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম খলিফা জানান, প্রেমের সম্পর্ক ধরে ২০১৬ সালের ২৩ মার্চ ঘষিয়াখালি গ্রামের মো. অলি শরীফের ছেলে মো. সোলায়মান শরীফের সঙ্গে নুপরের বিয়ে হয়। চার পাঁচ মাস আগে নুপুরকে ঘরের চাল চুরি করে বিক্রি করে করার অপবাদ দেয় শ্বশুর বাড়ির লোকজন।

এ ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার প্রায়ই কলহ বিবাদ চলছিল।  ওই কলহের জেরে নুপুর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মোরেলগঞ্জ থানা পুলিশের পরিদর্শক  তারক বিশ্বাস  বলেন, রোববার বিকেলে গৃহবধূ নুপুরের স্বামী, শ্বাশুড়িসহ অন্য সদস্যরা পাশ্ববর্তী রামপাল উপজেলায় অসুস্থ এক আত্মীয়কে দেখতে যায়। তবে গৃহবধূ নুপুর এবং তার শ্বশুর অলি শরীফ বাড়িতেই ছিলেন। সোমবার বিকেলে শ্বশুর অলি শরীফ বাড়ি থেকে পাশের বাজারে গেলে  নুপুর ঘরের দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।

শওকত বাবু/আরএআর/পিআর