টাঙ্গাইলে আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক ২
টাঙ্গাইলে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
আটকরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার পাচবেথর গ্রামের নছিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৩৫) ও কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মরহুম আফতার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮)।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর এলাকা থেকে বাবলু মিয়া ও নাসির উদ্দিন নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি মোবাইল ফোনের কার্টনের ভেতর থেকে ১০টি প্যাকেটে রাখা দুই হাজার পিস ও প্যান্টের পকেট থেকে ২টি প্যাকেটে রাখা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা ইয়াবা ব্যবসায়ী ও একটি পাচারকারী চক্রের সদস্য। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস