ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গাবালীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:২৭ এএম, ১৪ মার্চ ২০১৭

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হারুন অর-রশিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মৌডুবি ইউনিয়নের কাজিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৌডুবি ইউনিয়নের কাজী কান্দা গ্রামের ইসমাইল মৃধার সন্তান হারুন অর-রশিদ। তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে।

পটুয়াখালী প্রথম আদালতে তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা হলে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর প্রেক্ষিতে রাঙ্গাবালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর