কুষ্টিয়ায় ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকে ডাকাতি
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়স্থ ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দু’জন ডাকাত ফাস্ট ট্র্যাকের দুই নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ ডিপোজিট ভেঙে ৩ লাখ ১৮ হাজার ৪শ’ টাকা লুটে নেন।
এ সময় ওই দুই ডাকাতরা ব্যাংকের ভেতরে থাকা ১০টি সিসি ক্যামেরা, ৩টি এটিএম বুথসহ বেশ কিছু যন্ত্রাংশে ভাঙচুর চালায়। খবর পেয়ে সকাল ৯টায় পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় ফাস্ট ট্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত হন।
ফাস্ট ট্র্যাকের এডিসি সেলিম জাগো নিউজকে জানান, ক্যাশ ডিপোজিটে ৩ লাখ ১৮ হাজার ৪শ’ টাকা জমা ছিল। এর সব টাকাই খোয়া গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানিয়েছেন, কারা এই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন তা সিসি ক্যামেরা ওপেন করলেই জানা যাবে। তবে এ ঘটনায় ফাস্ট ট্র্যাকে দায়িত্বপালনরত দুই নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ।
এমজেড/একে/আরআই