ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৪ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর-আখাউড়া সড়কের তুলাতলা এলাকা থেকে ১২-বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা এসব গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজাবহনকারী প্রাইভেটকারটি আটক করা হয়।

১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিজয়নগর উপজেলার বিষ্ণুপর থেকে গাঁজা নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো গ ১১-৮৮১৮) ধাওয়া করে। একপর্যায়ে প্রাইভেটকার চালক ও এক আরোহী বিজয়নগর-আখাউড়া সড়কের তুলাতলা এলাকায় প্রাইভেটকারটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারের ভেতর থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাইভেটকারে থাকা একজনকে আমরা চিনতে পেরেছি। তিনি বিজয়নগর উপজেলার শিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য মো. হানিফ। এ ঘটনায় বিজয়নগর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস