একসঙ্গে ২ বাচ্চার জন্ম দিল গাভি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক গাভি একসঙ্গে দুইটি ষাঁড় শাবকের জন্ম দিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের মো. রহিম মল্লিকের ছেলে মো. মোফাজ্জল হোসেনের গৃহপালিত গাভিটি এই দুই ষাঁড় শাবকের জন্ম দেয়।
সরেজমিনে দেখা যায়, বাড়ির আঙ্গিনায় বাচ্চা দু’টো স্বাভাবিক সুস্থ অবস্থায় রয়েছে। সেই সঙ্গে গাভীর দুধ পান করছে।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী গাভীর বাচ্চা দু’টিকে দেখতে মো. রহিম মল্লিকের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
মোফাজ্জল হোসেন বলেন, ডিগ্রি পাস করার পর প্রাইভেট টিউশুনি করার পাশাপাশি শখের বসত বাড়িতে একটি ষাঁড় এবং একটি গাভি পালন করি। গত দেড় বছর আগে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে স্থানীয় নলীন হাট থেকে এই গাভি কিনেন তিনি।
এ প্রসঙ্গে ইউনিয়ন পশু কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, এ প্রজননটি তিনিই করিয়ে ছিলেন এবং ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন। এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। যদি দুটো বাচ্চা সুস্থ ও ভালোভাবে বেঁচে উঠে তাহলে এই প্রজনন পদ্ধতি গ্রহণ করা যেতে পারে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস