ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাইমুড়ীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ১১:০০ পিএম, ১৪ মার্চ ২০১৭

নোয়াখালীর সোনাইমুড়ীতে মূল্যবান কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওকোর্ট গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ জাগো নিউজকে জানান, ভাওকোর্ট গ্রামের ভূঁইয়া বাড়ির আবু তাহের ঘরের পেছনে একটি পুুকুরে মাছ ধরতে গেলে মূর্তিটির সন্ধান পান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মূর্তি উদ্ধারের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। এটি আসলে কষ্টিপাথরের মূর্তি কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করা পর বলা যাবে।

সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) জয়দেব মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মূর্তিটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিজানুর রহমান/বিএ