ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাপ : আরেক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:১৩ এএম, ১৫ মার্চ ২০১৭

সিরাজগঞ্জ সদর উপজেলায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়ায় নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর বাচ্চু মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ এলাকার ইছামতি নদী থেকে বাচ্চুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া উপজেলার রাঙ্গালিয়াগাতী গ্রামের এফাজ উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে রাজশাহীর ডুবুরি দল গাড়াদহ ইছামতি নদীতে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আসাদুল (২৭) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বুধবার সকালে ওই নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যার পর আসাদুল ও বাচ্চুসহ ৬জন বেজগাঁতী ব্রিজের পাশে জুয়া খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ২ জন পুলিশের পোশাকধারীসহ কয়েকজন সাদা পোশাকধারী তাদের ধাওয়া করে। এ সময় জুয়া খেলতে বসা ৬ জনই গাড়াদহ নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে ৪ জনকে আটক করার পর ছেড়ে দেয় অজ্ঞাতনামা ওই বাহিনী সদস্যরা। বাকি ২ জন ওই দিন রাত থেকেই নদীতে নিখোঁজ ছিলেন।

এ অবস্থায় বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল দুজন ডুবুরি দিয়ে নদীতে তল­্লাশি চালায়। ৫টার দিকে ডুবুরি দল আসাদুলের মরদেহ উদ্ধার করেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি