ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৫ মার্চ ২০১৭

জয়পুরহাট সদর উপজেলার ফরিদপুর গ্রামে গাছ কাটা ও জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জয়নাল আবেদীন (৬৫) নামে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জয়নাল আবেদীন একই গ্রামের মৃত ছালামত আলী দেওয়ানের ছেলে।

আহতরা হলেন, একই গ্রমের মৃত আব্দুর রউফ দেওয়ান এর ছেলে হারুন দেওয়ান (৪৫) ও তরুন দেওয়ান (৪০) এবং মৃত ছালামত আলীর ছেলে সিরাজুল ইসলাম (৭০)।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন, একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শাহিদুল ইসলাম (৩৬) ও বকুল দেওয়ান (৩০), মৃত আব্দুল মতিন এর ছেলে শহিদুল ইসলাম (৪৫) এবং মাহফুজুর রহমানের ছেলে শাহাজাহান আলী (৪০)।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে ফরিদপুর গ্রামে জয়নাল আবেদীনদের জমিতে লাগানো গাছ প্রতিবেশী মতিউর রহমান ও আনিছুর রহমানসহ কয়েকজন জোরপূর্বক কাটতে যায়।

এ সময় জয়নাল আবেদীনরা তাদের গাছ কাটতে বাধা দিলে মতিউর রহমানসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালালে জয়নাল আবেদীনসহ আরো চার জন আহত হন।

আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাতেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই থানায় মামলা হয় বলে ওসি আরও জানান।

রাশেদুজ্জামান/এফএ/পিআর