ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাংবাদিক শিমুল হত্যা : চারদিনের রিমান্ডে দুলাল

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৫ মার্চ ২০১৭

দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুলাল হোসেনকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। শুনানি শেষে আদালতের বিচারক হাসিবুল হক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যতম আসামি দুলালকে পাবনা জেলার ভাঙ্গুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দুলাল শাহজাদপুর পৌরসভার বাড়াবিল গ্রামের ইসমাইলের ছেলে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হন।

পরদিন বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে শিমুল মারা যায়। এ ঘটনায় মেয়র মিরুকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেছেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার। শিমুল হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম