অজ্ঞান পার্টির কবলে পড়ে সংজ্ঞাহীন চালক
সাতক্ষীরা সদরে থানা থেকে একশ গজ দূরে অজ্ঞান পার্টির কবলে পড়ে ইজিবাইক চালক রাজীব সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন।
বুধবার বিকেলে শহরের আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে অচেতন অবস্থায় রয়েছে ইজিবাইক চালক। রাজীব হোসেন সদর থানার কুশখালী গ্রামের মৃত. আয়ুব আলীর ছেলে।
রাজীবের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রাজীব। অচেতন অবস্থায় পড়ে আছে এমন সংবাদ পেয়ে ছুটে আসার পর তার কাছে কিছুই পাওয়া যায়নি। ইজিবাইক, টাকা, মোবাইল কোন কিছুই নেই।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, এমন বিষয়টি কেউ জানায়নি। জানালে দোষীদের খুঁজে ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি