ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সহস্রাধিক এতিমকে নিয়ে মেলা করলেন মাসুদ উদ্দিন

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৫ মার্চ ২০১৭

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে বুধবার দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এতিম মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকে প্রায় সহস্রাধিক এতিম ও মিসকিনসহ দুস্থ অসহায় নারী-পুরুষ অংশগ্রহণ করেছে। কেন্দুয়ার তেতুলিয়া গ্রামের মাসুদ উদ্দিন খান এ ব্যতিক্রমধর্মী এতিম মেলার আয়োজন করেন।

এতিম মেলার আয়োজক মাসুদ উদ্দিন খান জাগো নিউজকে জানান, মূলত এতিমদের সেবা প্রদানের লক্ষ্যেই এ মেলার আয়োজন। তবে এতিম মেলায় এতিম ছাড়াও মিসকিস ও সমাজের দুস্থ নারী-পুরুষদেরও সেবা প্রদান করা হয়েছে।

atim

এ বছর মেলায় প্রায় সহস্রাধিক এতিম ও মিসকিনসহ দুস্থ অসহায় নারী-পুরুষ অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

মেলায় তাদের খাওয়া-দাওয়াসহ এতিমদের মধ্যে কাপড় ও কাপড় সেলাইয়ের টাকা বিতরণ ও দুস্থ অসহায় নারী-পুরুষদের মধ্যে ১শ শাড়ি কাপড় এবং ২২টি লুঙ্গি বিতরণ করা হয়েছে।

কামাল হোসাইন/এমএএস/এমএস