ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীতাকুণ্ডে অভিযানে আটকে পড়া ২০ জন উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১৬ মার্চ ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার ছায়ানীড় বাড়ির জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ শুরুর সেখানে আটকে পড়া ৪ পরিবারের ২০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়।

দোতলা বাড়িটি ঘিরে সকালে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে চার জঙ্গি নিহত হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাড়ির ভেতরে থাকা চার জঙ্গি নিহত হয়েছে। আটকে পড়া ২০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাড়ির ভেতরে আর কেউ নেই।

তিনি বলেন, দোতলা বাড়িটিতে বুধবার রাত থেকেই অভিযান চালানোর চেষ্টা করা হয়। কিন্তু বাড়ির ভেতরে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনার জন্য আজ সকাল ৬টায় অভিযান শুরু করা হয়।

অভিযানকালে বাড়ির বাসিন্দাদের বের করে আনতে ভবনের পেছনের জানালার গ্রিল কাটার তথ্য জানায় পুলিশ। পরে একেক করে ২০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়।

এর আগে সীতাকুণ্ডের প্রেমতলার ‘ছায়ানীড়’ নামের দোতলা বাড়িটি বুধবার দুপুর ৩টা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে।

আরএআর/জেআইএম

আরও পড়ুন